নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে হরিণের মাংস সহ ৪ চোরা শিকারিকে আটক করেছেন সুন্দরবন ওয়াইল্ড টীমের সদস্যরা। মঙ্গলবার রাত ১টার দিকে সুন্দরবনে দোবেকী বন টহল ফাঁড়ি সংলগ্ন ভাটিয়াপাড়া খাল হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের সহিলুদ্দিন শেখের ছেলে মিজানুর রহমান(৩৭) ও আমজাদ শেখের ছেলে মাহমুদ আলী(৩৫) এবং কয়রা উপজেলা মাটিয়াভাঙ্গা গ্রামে মুনসুর গাজীর ছেলে হাফিজুল গাজী(৩৯) ও আনছার গাজীর ছেলে রুহুল আমিন গাজী(৩৮)। বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, নিয়মিত টহল দেওয়ার সময় গোপনে জানতে পেরে দোবেকী বন অফিস ও সুন্দরবন ওয়াইল্ড টিমের যৌথ অভিযানে ১ কেজি হরিণের মাংস, ২টি নৌকা ও দা সহ হরিণ শিকারের জন্য ব্যবহৃত আনুষাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট