নিজস্ব প্রতিবেদক : সরকারি কাজে বাঁধা দেওয়ায় অভিযোগে শহরে এক মহিলাসহ তিন জনের জেল ও এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, শহরের খড়িবিলা এলাকায় মৃত প্রায় খাল পূনঃ খনন করার জন্য গত কাল শুক্রবার সকালে পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী ও সার্ভেয়ার মোঃ ইমদাদুর রহমান সরোজমিনে মাপ জরিপের কাজ করতে যান।
এসময় কয়েকজন ভূমি দস্যু তাদের মাপ জরিপ কাজে বাঁধা দেয়, লাঞ্চিত করে অকথ্য ভাষায় গালিদেয় একপর্য়ায়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে নায়েব ও সার্ভেয়ার কে টানাহেছড়া করে । পরে সদর ইউএনও কে বিষয়টি অবহিত করলে। সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ৪জন কে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, শহরের ইটাগাছা এলাকার মৃত ইমান আলীর স্ত্রী রহিমা খাতুন, একই এলাকার জামায়াত আলীর ছেলে হাসান আলী, বাকাল এলাকার শামসুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম ও খড়িবিলা এলাকার রফিকুল ইসলামের ছেলে আঃ রহিম।
সাতক্ষীরা সদর পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী জানান,সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে আটককৃত রহিমা খাতুন, হাসান আলী ও হাফিজুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদর ইউএনও মহোদয় ১৫ দিনের কারাদন্ড ও আঃ রহিম কে ৫’শত টাকা জরিমানা করেন।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি জমি দখল ও খালের বাঁধ দেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। অপরদিকে অবৈধ ভাবে সরকারি জমি ভোগ দখল ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় উক্ত এলাকার আরো অনেকে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণের উদ্যেগ নিয়েছে প্রশাসন।
সাতক্ষীরায় সরকারি কাজে বাঁধা দেওয়ায় মহিলাসহ ৩ জনের দণ্ড
পূর্ববর্তী পোস্ট