স্পোর্টস ডেস্ক: বিপিএল ২০১৬ আসরের প্রথম পর্ব অর্থাৎ ঢাকা পর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। প্রথম পর্বের খেলা শেষে বিপিএল চতুর্থ আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে।
প্রথম পর্বের বিপিএলে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স ছাড়া বাকি পাঁচটি দলের প্রত্যকে চারটি করে ম্যাচ খেলেছে। বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ের দেখা না পেলেও বাকী সবগুলো দলই চলতি আসরে জয়ের স্বাদ পেয়েছে।
যার মধ্যে ঢাকা ডায়নামাইস, বরিশাল বুলস ও খুলনা টাইটান্স পেয়েছে সবচেয়ে বেশী জয়ের দেখা। চার ম্যাচ খেলে দলগুলো ইতোমধ্যে তুলে নিয়েছে তিনটি জয়। তবে নেট রান রেটে ( + ১.৬৫৭) এগিয়ে থেকে সবাইকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। তাঁদের পরবর্তি স্থানে -০.১২ নেট রান রেট নিয়ে রয়েছে বরিশাল বুলস। সমান জয় পেলেও নেট রান-রেটে পিঁছিয়ে থেকে তালিকার তৃতীয়স্থানে রয়েছে খুলনা টাইটান্স। টাইটান্সদের নেট রানরেট -০.৭০৯।
চলতি আসরে তিন ম্যাচ খেলে দুই জয় তুলে নেওয়া রংপুর রাইডার্স আছে এ তালিকার চতুর্থস্থানে। আর তাঁদের পরবর্তি অবস্থানে আছে রাজশাহী কিংস ও চট্টগ্রাম ভাইকিংস। উভয় দলের প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ।
তবে গত আসরে চমক দেখিয়ে মাশরাফি মুর্তজার নেতৃত্বে দাপুটে ক্রিকেট খেলে প্রতিপক্ষদের দাঁড়াতে না দিয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি নিজেদের প্রথম অংশগ্রহনে শিরোপা অর্জন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি আসরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে ব্যর্থ হওয়ায়, এখনো পর্যন্ত জিততে পারেনি একটি ম্যাচও। চার ম্যাচের মধ্যে সবকয়টি ম্যাচ হেরে তাই তালিকার তলানিতেই আপাতত অবস্থান করছে ভিক্টোরিয়ান্সরা।