নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি লি. ২০১৮ এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
শনিবার সমিতির পক্ষ থেকে জানানো হয়- বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। গত বৃহষ্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী একক প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নবগঠিত ব্যবস্থাপনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, সহ.সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, যুগ্ম সম্পাদক শওকত আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক এমএম আব্দুর রউফ, সদস্য শামসুর রহমান লালটু, হাবিবুল্লাহ খাঁন ও প্রশান্ত কুমার মন্ডল।
এদিকে, অনেকটা চুপিসারে শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির নির্বাচন প্রক্রিয়া হয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা অনেক হাইস্কুলের অনেক শিক্ষক-কর্মচারীরা। অনেকে জানতেও পারেননি কবে তফশিল ঘোষনা হয়েছে কিংবা নির্বাচন প্রক্রিয়া হয়েছে।
কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পূর্ববর্তী পোস্ট