চার বছর আগে শহীদুজ্জামান সেলিমের ঈদের টেলিফিল্ম ‘ডাকাতিয়া বাঁশি’তে সর্বশেষ অভিনয় করেছেন। আবারও অভিনয়ে ফিরলেন রুমানা রশিদ ঈশিতা। ফিরেই চমকে দিলেন। রাফায়েল আহসানের টেলিফিল্ম ‘কাঠপেন্সিল’-এ তাঁর সহশিল্পী সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ২৪ এপ্রিল থেকে টানা তিন দিন কলকাতায় টেলিফিল্মটির শুটিং করে গতকাল ঢাকায় ফিরেছেন। সৌমিত্রর সঙ্গে অভিনয়ের মুগ্ধতা এখনো তাঁর কণ্ঠে, “জানেন, পাশাপাশি আমরা অভিনয় করে এলাম, অথচ এখনো বিশ্বাস হচ্ছে না আমার! শুটিংয়ে তাঁকে প্রথম দেখে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। তিনিই আমাদের সবাইকে স্বাভাবিক করলেন। অসাধারণ মানুষ তিনি। আমার পাশে বসে মেকআপ নিয়েছেন, একসঙ্গে খেয়েছেন। নিজের অংশের শুটিং করে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, ‘শটটা কেমন হলো, বলো তো?’ তাঁর মতো বিখ্যাত অভিনেতা আমাকে জিজ্ঞেস করছেন এই কথা! ভাবতেই পারছিলাম না! আমার সঙ্গে তিনি এমনভাবে গল্প করেছেন, যেন কত দিনের চেনা!”
‘কাঠপেন্সিল’-এর গল্প রাফায়েল আহমেদের, চিত্রনাট্য ও সংলাপে জ্যোতি হাজরা। টেলিফিল্মটিতে কলকাতার জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী সৌমিত্র একসময় বাংলাদেশে ছিলেন। বাংলাদেশের নামি পত্রিকার সাংবাদিক ঈশিতা। শুটিং হয়েছে কলকাতার ঘোষবাড়ি শুটিং হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রামস্টেশন ও গঙ্গার পারে। ঈশিতা জানালেন, ঢাকায় হবে কিছু অংশের শুটিং। আসছে ঈদে প্রচারিত হবে টেলিফিল্মটি। আরো অভিনয় করেছেন কলকাতার গার্গি ব্যানার্জি, অনুপ কুমার অমৃত এবং বাংলাদেশের অর্ণব অন্তু।