নিজস্ব প্রতিবেদক : ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।
নিহতের নাম মোবারক আলী মোল্লা (৮০)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের দেলবার আলী মোল্লার ছেলে।
শ্রীকলা মহিলা মাদ্রাসার শিক্ষক সোনাতলা গ্রামের মাওলানা রওশান আলী মোল্লা জানান, তার বাবা বৃহষ্পতিবার সকালে নলতায় যাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ১১ টার দিকে তিনি কালিগঞ্জ বাস টার্মিনালের পাশে মদিনা হোটেলের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি পণ্যবাহি ট্রাক তাকে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হলে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মহসিন আলী জানান, দুর্ঘটনায় মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে মোবারক আলী মোল্লার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবারক আলী মোল্লার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পূর্ববর্তী পোস্ট