বিশেষ প্রতিনিধি: সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড তুলে আজ শনিবার একাধিক উঠান ও পথসভায় বক্তব্য রাখেন ডা: আ ফ ম রুহুল হক এমপি।তিনি আজ সকালে নলাতার মাগুরালী গ্রাম,খানজিয়া স্কুল মাঠ,ভাড়াসিমলার শুইলপুর স্কুল মাঠ,তারালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ,বি.টি.জি.আর. স্কুল মাঠ,পাইকাড়া গ্রাম,কাশিবাটি স্কুল মাঠ,কাজলা জি.বি.দাখিল মাদ্রাসা মাঠ সহ একাধিক স্থানে জনসংযোগ ও শিক্ষার্থীদের সাথে মত-বিনিময় করেন।
এক অর্নাস পড়ুয়া শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।তিনি আরও বলেন,তোমাদের বাড়ির পাশে নার্সিং কলেজ হয়েছে,সেখানে তোমরা পড়তে পারবে এবং সহজে চাকরি পাবে।তাছাড়া তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।মা-বোনদের উদ্দেশ্য তিনি বলেন,আপনারা বছরে শুরুতে বিনামূল্যে বই পাচ্ছেন, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন,সাতক্ষীরা মেডিকেল কলেজ,বাইপাস,প্যারামেডিকেল কলেজ পেয়েছেন।৩০ টি কাম সাইক্লোন শেল্টার হয়েছে,আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জে একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি হয়েছে।এছাড়া প্রায় ৪০০ কিলোমিটার পাকা রাস্তা ও পর্যাপ্ত ব্রীজ-কালভার্ট তৈরি হয়েছে।এক কথায় উন্নয়নের মহা-সড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। আর এ সবই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য হয়েছে।