আফগানিস্তানে সাত ভারতীয় প্রকৌশলীকে অপহরণ করা হয়েছে। অপহরণের জন্য তালেবানকে সন্দেহ করছেন কর্মকর্তারা। দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থার কর্মী তারা। গতকাল রবিবার সকালে তাদের অপহরণ করা হয়।
আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেকট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থাটি। সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় প্রকৌশলীরা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাস আটকায়। গাড়ির চালক এবং সাত ভারতীয়কে সেখান থেকে অপহরণ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা।
কাবুলের ভারতীয় দূতাবাস তথ্যের সত্যতা স্বীকার করেছেন।