দেবহাটা ব্যুরো: দেবহাটায় শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় অনুষ্ঠিত সভা হয়। উক্ত মতবিনিময় সভায় ব্রেকিং দ্যা সাইলেন্সের অফিস প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ(পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার উপ-পরিদর্শক এস.আই মাসুদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এএসআই মাজরিহা হোসাইন, এএসআই জাহিদ হোসেন, এএসআই আশরাফ আলী, এএসআই তৌহিদুজ্জামান, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট কোঅর্ডিনেটর আলমগীর হোসেন ও প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু। মতবিনিময়ে শিশুর অধিকার ও শিশু নির্যাতন এবং তার প্রতিকার সম্পর্কে বক্তারা মতামত তুলে ধরেন। সভায় সচেতনতা বৃদ্ধি শিশু নির্যাতন প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে উল্লেখ করে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
পূর্ববর্তী পোস্ট