কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পণ্ড হয়েছে বাল্যবিয়ে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে সাজা দেয়া হয়েছে মেয়ের পিতাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে। জানা যায়, পশ্চিম নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম ওরফে পিয়ার আলীর মেয়ে ফাতেমা খাতুন ওরফে সোনিয়ার বিয়ে ঠিক হয় মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের জনৈক ব্যক্তির সাথে। শুক্রবার দুপুরে বাল্যবিয়ের প্রস্তুতি সম্পন্ন হওয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং মেয়ের পিতাকে আটক করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পিতা শহিদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দিয়ে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পূর্ববর্তী পোস্ট