প্রেস বিজ্ঞপ্তি: জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গতকাল সাতক্ষীরা পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে শ্যামনগর।
শুক্রবারের এ ম্যাচের প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় শ্যামনগরের ১১ নম্বর জার্সি পরিহিত রিজভী ও দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় একটি গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত মিয়ারাজ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করলেও শেষ গোল দিতে ব্যর্থ হয় সাতক্ষীরা পৌরসভা।
এদিকে খেলা শুরুর আগে বিকেল তিনটায় শুভ উদ্বোধনের পর খেলোয়াড়দের সাথে পরিচিত হন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এর সহধর্মিনী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সেলিনা আফরোজ।
গত ১৫ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। আজ শনিবার পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে আশাশুনি ও সাতক্ষীরা সদর।
পূর্ববর্তী পোস্ট