নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের মুক্তিপণের দাবিতে দুই দিনে ১৩ জেলেকে বনদস্যু কাজল বাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এ ঘটনা ঘটে। চালতেবাড়িয়া ও পালুকাটির দুনে খাল থেকে কাঁকড়া শিকারের সময় ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করা হয়।
আজ ভোরে অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামের আবদুল মজিদ গাজী (৩৩), একই গ্রামের সৈয়দ আলী গাজী (৪০), বাসুরাম ভাঙি (৩৯), লিয়াকত গাজী (৪৫), মফিজুল ইসলাম (৩৫) ও সোহাগ হোসেন (২৫)।
গতকাল ভোরে অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের বিশ্বনাথ সানা (২৮), বিশ্ব মণ্ডল (২০), জয়দেব মণ্ডল (২৫), পরিতোষ মণ্ডল (২৪), মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা গ্রামের রমেশ মণ্ডল (২০)।
ফিরে আসা জেলে আনিছুর রহমান বলেন, এক সপ্তাহ আগে কদমতলা বন অফিস থেকে বৈধভাবে পাস নিয়ে তাঁরা সুন্দরবনে যান কাঁকড়া শিকার করতে। গতকাল দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদসংলগ্ন দুনে খালে কাঁকড়া শিকার করার সময় বনদস্যু কাজল বাহিনীর পরিচয়ে তাঁদের আটক করা হয়। পরে জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি করা হয়। তিনি আরও জানান, অপহরণকৃত জেলেদের বাড়িতে খবর দেওয়ার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করেছে। জেলেদের কাছ থেকে তিনি শুনেছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা জি এম রফিকুল ইসলাম জানান, তিনি জেলে অপহরণের কথা শোনার পর নির্দিষ্ট কয়েকটি স্থানে টহল দল পাঠিয়েছেন। তবে জেলেদের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়নি।
পূর্ববর্তী পোস্ট