স্পোর্টস ডেস্ক: অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৪ রানে। দ্বিতীয়বারের মুখোমুখি লড়াইয়েও রংপুরের বিপক্ষে জয় পেল না খুলনা। এবারও সাত উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর। খুলনাকে হারিয়ে দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
ছয় ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রংপুর। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাহমুদউল্লাহর খুলনা। সাত ম্যাচ খেলে ৮ ও ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ঢাকা ডায়নামাইটনস ও চিটাগং ভাইকিংস।
খুলনাকে মাত্র ১২৫ রানে আটকে দিয়েই জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিল রংপুর। সহজ এই লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি কষ্ট করতে হয়নি রংপুরের ব্যাটসম্যানদের। এক বল হাতে রেখেই পৌঁছে গেছে জয়ের বন্দরে। চতুর্থ ওভারে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন। ১৪তম ওভারে শেহজাদ সাজঘরে ফিরেছিলেন ৩৭ রান করে। তবে মিথুন শেষপর্যন্ত ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৪৯ রান করে। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির ব্যাট থেকে এসেছে ২৬ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তাইবুর রহমানের ৩২, আরিফুল হকের ২২ ও রিকি ওয়েসেলসের ২৭ রানের ছোট ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১২৫ রান জমা করেছিল খুলনা। রংপুরের পক্ষে দারুণ বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, শহীদ আফ্রিদি ও রুবেল হোসেন।