আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের ৩৬০ প্যাকেট ভায়াগ্রা কেনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত সপ্তাহে পার্কের আফ্রিকা সফরের সময় এই বিপুল ভায়াগ্রা কেনা হয়। বিপুল এই ভায়গ্রা কেনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশটির একটি সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম। আর প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন এই প্রতিবেদন দেশটিতে বিপুল বিতর্ক তৈরি করেছে।
দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের বরাত দিয়ে গার্ডিয়ান অনলাইন জানায়, গত মে মাসে আফ্রিকা সফরে ইথিওপিয়া, উগান্ডা ও কেনিয়া গিয়েছিলেন ৬৪ বছর বয়সী নারী প্রেসিডেন্ট পার্ক। এই সফরের শেষ পর্যায়ে আফ্রিকা গিয়ে ভায়াগ্রা কেনেন পার্কের প্রেমিক বলে পরিচিত চোই সুন সিল। আর এই বিপুল ভায়াগ্রা কেনার সময়ে তাঁর সঙ্গে ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট পার্ক!
কোরিয়া হেরাল্ড প্রমাণ হিসেবে কেনিয়ার অবকাশকেন্দ্রের পাশের ওষুধের দোকান থেকে চোই সুন সিলের স্বাক্ষর সংবলিত রশিদের অনুলিপি প্রকাশ করে। আর প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সঙ্গে প্রেসিডেন্ট থাকার কথা জানায়।
এদিকে জনসম্মুখে আসতেই প্রথমে ঘটনাটি অস্বীকার করে রাষ্ট্রপতি কার্যালয়। পরে অবশ্য কোরিয়া হেরাল্ডের অকাট্য প্রমাণের মুখে খবরটি আংশিক সত্য মেনে নিয়ে এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে এমন আরো অনেক ওষুধ কেনা হয়েছে যা ক্লান্তি দূর করতে ও বয়স ধরে রাখতে সাহায্য করে। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জন্য এই ঔষধ কেনা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে আন্দোলনের এই সময়ে পার্কের ‘ভায়াগ্রা কেলেংকারি’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে পার্কের দল সেনুরি পার্টিতেও। দলটির অনেক নেতাই পার্কের প্রেমিকের সুবিধা নিয়ে চোই সুন সিলের বিভিন্ন অবৈধ কর্মকা-ের বিরোধিতা করছেন প্রকাশ্যেই।
পূর্ববর্তী পোস্ট