নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর ১২তম দিনের জাঁকজমকপূর্ণ খেলায় পৌরসভা দলকে ২-১ গোলে পরাজিত করে দেবহাটা উপজেলা দলের জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব আর্জন করে। শনিবার বিকালে স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৬ষ্ঠ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ১১তম দিনের খেলায় অংশগ্রহণ করে সাতক্ষীরা পৌরসভা বনাম দেবহাটা উপজেলা দল। প্রথমার্ধের খেলায় ৮মিনিটের সময় দেবহাটা উপজেলা দলের ২২ নং জার্সি পরিহীত খেলোয়াড় ফারুক ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। এর পর তুমুল আক্রমণ চালিয়ে সাতক্ষীরা পৌরসভা দলের পক্ষে গোল পরিশোধ করেন ৮নং জার্সি পরিহীত খেলোয়াড় পিন্টু। এর পর জয়ের লক্ষ্যে আক্রমণ পাল্টা আক্রমনের ২৭ মিনিটের সময় দেবহাটা উপজেলা দলের ১০নং জার্সি পরিহীত খেলোয়াড় সাব্বিরের সট থেকে একটি গোল হয় এবং এই গোল থেকে জয়ের লক্ষ্যে পৌছে যায় দেবহাটা উপজেলা দল। গোল পরিশোধের জন্য তুমুল আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি সাতক্ষীরা পৌরসভা দল। ফলে ১১তম দিনের খেলায় সাতক্ষীরা পৌরসভা দলকে ২-১ গোলে পরাজিত করে দেবহাটা উপজেলা দল জয়লাভ করে। খেলার রেফারী ছিলেন আবু অহিদ বাবলু। সহকারি রেফারী ছিলেন স্বপন, জাহাঙ্গীর ও সঞ্জয়। খেলাটি উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ক্রীড়া সংগঠক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ইমাদুল হক, ফারহা দিবা খান সাথি সহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন। আগামী ৩০ নভেম্বর প্রথম সেমিফাইনাল খেলা এবং ০১ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৩টায় স্টেডিয়ামে জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৬ এর উদ্বোধন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে খুলনা জেলা মহিলা ফুটবল দল বনাম পটুয়াখালী জেলা মহিলা ফুটবল দল এ গ্রুপ।
পূর্ববর্তী পোস্ট