কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা “সহায়” কালিগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসাস ক্লাব মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠিকে আইনি সহায়তা প্রদান প্রকল্প সহায় কালিগঞ্জের এরিয়া ম্যানেজার মাসুদ মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। সহায় এর এফএফ শোকর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুশিল সুপার মির্জা সালাহ্উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশন কালিগঞ্জ শাখার আইওয়াশ প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের তালা উপজেলার ফাইন্যন্স কো-অডিনেটর জাহিদুল কবির, মনিটরিং অফিসার সাব্বির হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুকুমার দাশ বাচ্চু, ইউনিয়ন মেডিয়েটর সোহরাব হোসেন, ওকালত আলী গাজী, এফএফ জিল্লুর রহমান, মুরাদুল হক, রায়হান গফুর, তরিকুল ইসলাম প্রমুখ। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ম্যাক্সওয়েল স্ট্যাম্প (পিলসি) ব্রিটিশ কাউন্সিল ও সেন্টার ফর ইফেকটিভডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এর সহযোগিতায় উত্তরণ, সহায় ও ভূমিজ ফাউন্ডেশনের প্রতিনিধি ও কমিউনিটি লিগ্যাল এইড সাভিসের্স এর উপকার ভোগি সদস্য, সুধি ও সাংবাদিকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।