নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক চাপে জেলা পরিষদের প্রার্থী হতে চান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও আজ রবিবার বিকালে জেলা পরিষদে দলের দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হবে জানা গেছে।
আওয়ামীলীগের একাধিক সূত্রে থেকে জানা গেছে, বিগত ইউপি ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের ঘটনা ঘটে। এতে করে দলীয় চেয়ারম্যানদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আর এ বাণিজ্যের অর্থ আত্মসাতের অভিযোগের তীর জেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতার দিকে। এধরনের একজন নেতাকে জেলা পরিষদের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় জমি-জমা বিক্রি করে যে নেতাকে টাকা দিতে হয়েছিল দলের মনোনয়ন পাওয়ার জন্য, তাকে আর জেলার শীর্ষ পদটিতে নির্বাচিত করা যায় না। আর এ কারণে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান তারা। কেন্দ্র থেকে দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে আজ রবিবার বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে একটি প্রতিবাদ সমাবেশও করা হবে। এবিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডেইলি সাতক্ষীরাকে বলেন, জেলা পরিষদকে একটি স্বচ্ছ জায়গায় নিয়ে যাওয়ার জন্য জেলা আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমাকে প্রার্থী হওয়ার জন্য বলছেন। এছাড়া তারা ওই মনোনয়ন বাতিল করার দাবি জানিয়েছেন। মাঠ পর্যায়েরর নেতাকর্মীরা চাইলে আমি প্রার্থী হতেও পারি।
পূর্ববর্তী পোস্ট