কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মাদক সেবনের অপরাধে চার ব্যাক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলো উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের হজরত আলীর ছেলে রমজান আলী (৪০), তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে রব্বানী গাজী (৪৫), আমিয়ান গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফারুক হোসেন বাবু (৩৫) ও মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের আব্দুল মাজেদের ছেলে গোলাম মোস্তফা (৪০)। পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২ টার দিকে উত্তর কালিগঞ্জ চৌরাস্তার মোড়ের একটি দোকানের পিছনে নেশাখোর ঐ চার ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে বেসামাল আচরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অমল কুমার রায় ও সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা মাদকসেবীদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পূর্ববর্তী পোস্ট