অনলাইন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় আনোয়ার হোসেন মন্নাফ (৫২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ডাকাত সর্দার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শিহারা ইউনিয়নের আমন্ত খাড়ি থেকে পত্নীতলা থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলও উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন মন্নাফ পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়নের কৈবত্যখণ্ড গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকালে আমন্ত খালের কাছে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, নিহত আনোয়ার হোসেন মন্নাফ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। এর আগে ২০১৪ সালে এক অস্ত্র মামলার আসামি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খেটে জেল থেকে বের হওয়ার পর তিনি আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়েন। ডাকাত দলের অভ্যন্তরীণ কোনো কোন্দলের জের ধরে মন্নাফকে ওই নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত ডাকাত সর্দারের নামে অস্ত্র মামলা ছাড়াও নওগাঁর মহাদেবপুর, ধামইরহাট ও মান্দা থানায় একাধিক ডাকাতির মামলা আছে বলে জানায় পুলিশ। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রাকিবুল আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন একটি টিম লাশ খুঁজে পাওয়ার স্থান পরিদর্শন করেছে।
এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
নওগাঁয় ‘ডাকাত সর্দার’কে গলা কেটে হত্যা
পূর্ববর্তী পোস্ট