নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের ১০ নং আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরাবাসী শান্তি প্রিয় মানুষ। আর কোন নাশকতা ও জামাত শিবিরের হাতে রক্তাক্ত দেখতে চাই না সাতক্ষীরার মাটি। এই জেলা দেশের ক্রীড়াঙ্গনে অনেক সুনাম বহন করে চলেছে। এ জেলায় ফুটবল খেলা অনেক জনপ্রিয়। মাঠের কানায় কানায় দর্শক যেন জনসমুদ্রে পরিনত হয়েছে। এটা তার প্রমাণ মেলে। যুবলীগের এ ধরনের আয়োজন সুস্থ্য যুব সমাজ উপহার দিতে পারে তাই মাদককে না বলুন, ফুটবলকে হ্যা বলুন। উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্যা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, আগরদাঁড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কাজী কামরুজ্জামান কাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন, ইউছুফ সুলতান মিলন, সামছুর রহমান, অরুন কুমার প্রমুখ। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা টাইব্রেকারে রুপ নেয়। টাইব্রেকারে চুপড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে আলিপুর ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারি ছিলেন আসাদুজ্জামান আসাদ। সহকারী রেফারি ছিলেন আব্দুল গফ্ফার।
পূর্ববর্তী পোস্ট