নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চনদী থেকে ৮ চোরাশিকারীকে আটক করেছে বনভিভাগ ও সুন্দরবন স্মার্টটিমের সদস্যরা। বুধবার ভোরে সুন্দবনের দোবেকী সংলগ্ন মালঞ্চনদীতে অবৈধভাবে মাছধরার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি নৌকা, মাছ ধরা জাল ও হরিণমারা ফাঁদসহ বিভিন্ন জিনস পত্র। আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে মোশারফ বিশ্বাস, পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রামের মৃত বারেক মোল্যার ছেলে আমের আলী মোল্যা, কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের বাবরালী সানার ছেলে জলিল সানা ও আকবর আলী সানা, একই গ্রামের মকবুল গাজীর ছেলে রাজ্জাক গাজী, রফিকুল সানার ছেলে সেলিম সানা, মুজিবর সানার ছেলে লিটন সানা এবং মুজিবর সানার ছেলে সাইদ সানা। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা অন্যের পাশ (বনবিভাগের অনুমতি পত্র) নিয়ে সুন্দর বনে মাছধরার সময় তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট