নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় সমর্থন বঞ্চিত হয়ে ব্যাপক শোডাউনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের প্রবল চাপ ও দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে জনপ্রতিনিধিরা দলে দলে এসে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে জড়ো হন। সেখানে তিনি কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে আবেগঘন বক্তব্য রাখেন বক্তারা। এসময় নজরুল ইসলাম বলেন উপস্থিত জনগণ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমা চেয়ে বলেন এই নির্বাচন হয়তোবা আমার জীবনের শেষ নির্বাচন। তবে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থেকে জনগণের ভালবাসা নিয়েই মরতে চাই। তিনি ক্ষোভের সাথে বলেন, দলের হাইকমান্ড তাকে মনোনয়ন বঞ্চিত করেছেন। এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ভোটার ও সাধারণ মানুষের জোর দাবির মুখে এই নির্বাচন করছি। এরপর নজরুল সমর্থকরা বিশাল মোটর সাইকেল শোডাউন ও মিছিল সহকারে মনোনয়নপত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যান। সেখানে তিনি মনোনয়নপত্র জমা দেন। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ, সাতক্ষীরা পৌর সভার প্যানেল মেয়র আব্দুস সেলিম, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালি, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপির পক্ষে মেম্বর এসএম রেজাউল ইসলাম সহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বরগণ। এসময় উপস্থিত ছিলেন জেলার দুটি পৌর সভা ও ৭৮টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রনিধিগণ।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে কেন্দ্রীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বুধবার জেলা পরিষদ প্রশাসকের পদে ইস্তফা দেন। এদিন তিনি শেষ অফিস করেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার মুনসুর আহমেদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
পূর্ববর্তী পোস্ট