বিদেশের খবর: মুসলিম নারীরা বোরকা পরলে তাদেরকে ‘চিঠির বাক্সের মতো’ দেখায় এবং তারা ‘ব্যাংক ডাকাতদের’ মতো। এমন মন্তব্য করেছিলেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এ মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন।
ওই মন্তব্যের জন্য জনসনকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। এই দাবির সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-ও। তিনি বলেন, জনসনের মন্তব্য ‘সুস্পষ্ট অবমাননা’।
এদিকে, জনসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জনসন ক্ষমা চাইবেন না।
সূত্রটি জানিয়েছে, তার দৃষ্টিভঙ্গির জন্য সমালোচনাকে ‘হাস্যকর’ উল্লেখ করেছেন জনসন।
জনসনের ওই মন্তব্য প্রসঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, আমি মনে করি তার মন্তব্যে অপরাধের একটা মাত্রা আছে। পোশাকের বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করবে না সরকার।
বোরকা নিয়ে বিরূপ মন্তব্য: ক্ষমা চাইবেন না জনসন
পূর্ববর্তী পোস্ট