প্রেস বিজ্ঞপ্তি : সাবেক সাব-রেজিষ্ট্রার শেখ করিমুল আলম ওরফে করিম জান আর নেই। গত ১৯আগষ্ট রাত ৮টা ৫৭মিনিটে ভারতের অন্ধপ্রদেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হলে ভারতের ভেলোরে চিকিৎসা করতে যান। কিন্তু সেখান থেকে তাকে ফেরত পাঠানো হলে ফিরে আসার সময় অন্ধপ্রদেশে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন। গত ২২আগষ্ট ঈদের দিন দুপুরে তার লাশ শহরের কাটিয়া কাছারিপাড়াস্থ নিজ বাড়িতে আনা হয়। পরে বাদ আসর জানাজা নামাজের পর রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদীআলী সুজয় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ পরিচালনা করেন পুরাতন কোট মসজিদের ইমাম হাফেজ ফিরোজ আহমেদ। এদিকে, শুক্রবার মরহুমের নিজ বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সাবেক সাব-রেজিষ্ট্রার শেখ করিমুল আলম ওরফে করিম জান সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর শ্যালক ও দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদীআলী সুজয়ের সেজ মামা।