নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী তরুণলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা তরুণলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, কেন্দ্রীয় তরুণলীগের মহিলা সম্পাদিকা নাসিমা খানম।
জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক কাজী জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা তরুণলীগের সভাপতি এস এম আশরাফুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান টিপু, শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি আসাদ মেম্বর, কালিগঞ্জ উপজেলা তরুণলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি জনতার সাহেব, আশাশুনি উপজেলা সভাপতি আক্তারুজ্জামান প্রিন্স, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কবির নেওয়াজ রাজসহ তরুণলীগের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথিবৃন্দ বলেন, ১৫ আগস্টে ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে শুধু হত্যাই করেননি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গি,সন্ত্রাস মুক্ত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাঙালি জাতি এ মহাননেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল কে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম মাও. ফিরোজ হোসেন।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় তরুণলীগের আলোচনাসভা
পূর্ববর্তী পোস্ট