খেলার খবর: প্রিমিয়র লিগের চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে চেলসির। হাডার্সফিল্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছিল চেলসি। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে পরাজিত করে দ্য ব্লুজ। তৃতীয় ম্যাচে কষ্ট করে হলেও নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল মাউরিজিও সারির শিষ্যরা।
ইডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে মৌসুমে নিজের প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন। নিউক্যাসল ৮৩তম মিনিটে জোসেলুর গোলে সমতায় ফিরে আসে। এরপর ৮৭তম মিনিটে ক্যাসলের খেলোয়াড় ইয়েদলিন নিজেদের জালে বল জড়িয়ে চেলসিকে জয়টাই উপহার দিয়ে দেন।
চেলসির নতুন কোচ মাউরিজিও সারি টানা তিন ম্যাচে জয় দেখলেন। সারি ক্লাবটির পঞ্চম কোচ হিসেবে প্রিমিয়ার লিগ শুরুর তিন ম্যাচে জয় পেলেন। এর আগে চেলসির হয়ে অ্যান্টনিও কন্তে, কার্লো আনচেলত্তি, হিডিংক এবং মরিনহো শুরুর তিন ম্যাচে জয় পেয়েছেন।
এই জয়ের পর তিন ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৯। লিভারপুলেরও ৯ পয়েন্ট। দলটি আছে শীর্ষে। চেলসি দুইয়ে।
জয়ের হ্যাটট্রিক চেলসির
পূর্ববর্তী পোস্ট