বিদেশর খবর: পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে তিন বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মালদহের মানিকচকের রামনগর গ্রামে মৃণাল মণ্ডল নামে ওই শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে দুষ্কৃতীকারীরা পুতুলদেবীর বাড়ির দিকে গুলি ছোড়ে। তখন তিনি নিজেই বারান্দায় বসেছিলেন। তাঁর স্বামী পরিমলবাবু দাঁড়িয়েছিলেন বাড়ির সামনেই। হঠাৎ কয়েক জন এসে গুলি চালায়। এতে মৃণাল মণ্ডল নামে ওই শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি।
গুলিবিদ্ধ মৃণালের অবস্থা সঙ্কটজনক। মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখান থেকে মালদহেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘‘ক্ষতর ধরন দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, সেভেন এমএম কিংবা নাইন এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে।’’
এর আগে মানিকচক ব্লকের গোপালপুরে সোমবার বোমার স্প্লিন্টারে আহত হয় জিশান শেখ নামে বছর তিনেকের একটি শিশু। সে এখন অনেকটা সুস্থ।
শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সন্ত্রাসীদের গুলি
পূর্ববর্তী পোস্ট