বিদেশের খবর: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি স্কুল থেকে পরিবেশিত খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোদেরমা জেলায়। এতে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় স্কুলের খাবার বিষাক্ত হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর শুক্রবার কোদেরমার উপ কমিশনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আপগ্রেডেড মিডল স্কুলের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার পর পেট ব্যাথা এবং বমি করতে শুরু করে। এরপর প্রশাসনের উদ্যোগে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলের ‘মিড-ডে মিল’ খেয়ে শিশুর মৃত্যু
পূর্ববর্তী পোস্ট