অনলাইন ডেস্ক: ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অনাবিল পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ৮ বছরের একটি শিশু মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
মাঝ রাতে বাস-ট্রাক্টর সংঘর্ষ; নিহত ৫
পূর্ববর্তী পোস্ট