আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলার আসামী ও হাত বোমা সদৃশ্য বস্তুসহ দুই আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,অবৈধ্য অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যাদী উদ্ধারের লক্ষ্যে তার নেতৃত্বে এসআই প্রদীপ কুমার সানা, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই মোঃ আনিসুর রহমান, এএসআই কবির হোসেন, এএসআই মুকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার বিছট গ্রামের মৃত: ইছহাক গাজীর পুত্র মো: জাহাঙ্গীর হোসেন (৪৭) কে আশাশুনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের লষ্করী খাজরা গ্রামে অবস্থিত এপিএস কলেজের সামনে মসজিদের পিছনে তিন রাস্তার মোড়ে ওয়াপদার রাস্তার উপর হতে শনিবার রাত ৯ টার দিকে তিন টি হাত বোমা সদৃশ্য বস্তু সহ হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে বিষ্ফোরক উপাদানাবলী আইনে আশাশুনি থানার মামলা নং-১(০৯)১৮ রুজু করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযানে রাত আড়াই টার দিকে এসআই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স আশাশুনি থানার নাশকতা মামলা নং-১৬(০৮)১৮ এর আসামী কলিমাখালী গ্রামের মৃত: মহব্বত আলী গাজীর পুত্র নাজমুছ সাহাদাত (২৬) কে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।