নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের(কাটিয়া কর্মকারপাড়া) আয়োজনে শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর সার্বজনীন পূজা মন্দির(কাটিয়া কর্মকারপাড়া) চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মন্দিরের উপদেষ্টা কিশোরীমোহন সরকার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তার, দৈনিক কালের চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এড. অনিত মুখার্জী । স্বাগত বক্তব্য রাখেন, উপদেষ্টা উপাধ্যক্ষ ভূধর চন্দ্র সরকার, দিলিপ কুমার চ্যাটার্জী, দ্বীনবন্ধু মিত্র, মন্দিরের সভাপতি গৌরচন্দ্র দত্ত, সহ-সভাপতি সমরেশ কুমার দাশ, মনোরঞ্জন কর্মকার, বলাই দে, অরুপ সাহা, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শঙ্কর কুমার রায়, নির্মল কুমার মন্ডল, তপন হালদার, অধ্যক্ষ প্রনব মঠ, বাংলাদেশ প্রমুখ। দিগ বিজয়ানন্দ মহারাজ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন নিশিকান্ত ব্যানার্জী। আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ধর্ম যার যার উৎসব সবার। এদেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে বহু বছর ধরে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। বাংলাদেশ একটি সাম্পাদায়িক সম্প্রীতির দেশ। আগামীতে মুসলিম ও হিন্দুসহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সম্পাদায়িক সম্প্রীতির দেশ —- নজরুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট