বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নির্বোধ’ হিসেবে অভিহিত করেছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি। হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কেলি।
হোয়াইট হাউজে এক বৈঠকে কেলি ট্রাম্পকে ‘নির্বোধ’ বলেছেন। এ সময় তিনি ট্রাম্পের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
কেলি বলেন, ট্রাম্প একজন নির্বোধ। তাকে কোনো বিষয়ে বোঝানোর চেষ্টা অর্থহীন। সে লাইনচ্যুত হয়েছে।
তিনি বলেন, আমরা এখন পাগলের শহরে আছি। আমি নিজেও জানি না, আমরা এখানে কী করছি। এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য চাকরি।
হোয়াইট হাউজের কর্মকর্তাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান ও নিন্দার মতো ঘটনা ঘটছে বলে এক বইয়ে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড।
ট্রাম্প একজন নির্বোধ- হোয়াইট হাউজের চিফ অব স্টাফ
পূর্ববর্তী পোস্ট