দেশের খবর: চলতি বছরের ২১ থেকে ২২ অক্টোবর তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবে ইয়াং বাংলা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ফয়সাল কাসিম এ বিষয় বিস্তারিত তুলে ধরেন। ইয়ুথ অ্যাওয়ার্ড-এ অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এ সময় তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২১-২২ অক্টোবর এ অ্যাওয়ার্ড- প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ চৌধুরী, ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী রবিউল হক চৌধুরী, সৌমেন কানুনগো, ইয়াসিন ভূঁইয়া, মো. সাজ্জাদ, তারেক আজিজ সহ অন্যরা।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান ২১-২২ অক্টোবর
পূর্ববর্তী পোস্ট