কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট-১৮ (অনুর্দ্ধ ১৭) এর ফাইনাল খেলা সোমবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক শিক্ষক সঞ্জয় সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা ক্রীড়া সমিতির সাধারন সম্পাদক সাবেক শিক্ষক আফছার আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সিনিয়র রেফারী শিক্ষক রফিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। সমাপনী খেলায় ফাইনালে একদিকে অংশগ্রহন করে দেবহাটা ইউনিয়ন ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে সখিপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করে দিলীপ কুমার। তাকে সহযোগীতা করেন মিজানুর রহমান ও আব্দুস সাত্তার। খেলায় দেবহাটা ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে সখিপুর ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেবহাটা বিজয়ী
পূর্ববর্তী পোস্ট