ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ : কালিগঞ্জে ৯ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের আবেদ আলীর ছেলে জিয়াউর রহমান (২৪), কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মামুন (২৫), ও শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের সুধীব দাশ এর ছেলে বিশ্বজিৎ কুমার (৪২)। পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক রাজীব কুমারের নেতৃত্বে পুলিশ রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম নারায়ণপুর খেয়াঘাটের পাশ থেকে জিয়াউর, মামুন ও বিশ্বজিৎ কুমারকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১০ তারিখ: ১১/১২/১৬ খ্রিঃ।)
পূর্ববর্তী পোস্ট