বিদেশের খবর: প্রেমিকাকে গণধর্ষণের শিকার হতে দেখে আত্মহত্যা করল ২১ বছরের এক তরুণ৷ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের কোরবা এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত সেই তরুণের নাম সাওয়ন সাই৷
১৭ বছর বয়সী নির্যাতিতা জানিয়েছে, অভিযুক্ত দুজনের নাম ঈশ্বর দাস (২২) এবং খেম কানওয়ার (২১)৷ গত বুধবার গণধর্ষণের অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে৷
সেই নাবালিকা পুলিশকে জানায়, গত ১ সেপ্টেম্বর সাওয়ানের সঙ্গে সে যখন স্কুলের কাছেই দাঁড়িয়েছিল তখনই সেই দুজন এসে প্রেমিকের সামনেই তাকে ধর্ষণ করে৷ পরের দিন সাওয়ন জানতে পারে অভিযুক্তেরা এই ঘটনার কথা নিজেরাই গ্রামের অনেককে বলেছে৷ এসব সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে সাওয়ন৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঈশ্বর দাস এবং খেম কানওয়ারকে গ্রেফতার করে পুলিশ৷
চোখের সামনে প্রেমিকাকে গণধর্ষণ, শোকে প্রেমিকের আত্মহত্যা
পূর্ববর্তী পোস্ট