বিনোদনের খবর: প্রকাশ হলো ‘মাতাল’ সিনেমার প্রথম গান। চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমার ‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামের গানটি শুক্রবার বিকেলে ইউটিউবে প্রকাশিত হয়। এতে কণ্ঠ দিয়েছেন গায়িকা হৈমন্তী রক্ষিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। রোমান্টিক এই গানে পারফর্ম করেছেন সাইমন-অধরা। সিনেমার পরিচালক ড্যাশিং ডিরেক্টর খ্যাত শাহীন সুমন বলেন, সিনেমার গল্পে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আর প্রতিটি গানই আমরা ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দেশীয় শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মিত ‘মাতাল’ সম্পূর্ণ বাংলাদেশের চলচ্চিত্র।’
সিনেমায় সাইমন-অধরা ছাড়া আরও একটি জুটি রয়েছেন। তারা হলেন- দেশা দ্য লিডার খ্যাত নায়ক শিপন ও অরিন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরী প্রমুখ।
‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই। রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমাটি দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হবে, এমনই আশাবাদি করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
প্রকাশ হলো ‘মাতাল’ সিনেমার প্রথম গান
পূর্ববর্তী পোস্ট