কে.এম রেজাউল করিম, দেবহাটা ॥ দেবহাটার পুষ্পকাটিতে শিশু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত শিশুটির মা সার্জিনা বেগম (২৪)। মামলা নং- ১০, তাং- ২২/০৯/১৮ ইং। ধারা- ৩০২/২০১/৩৪ পিসি। মামলার আসামী করা হয়েছে ৫ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন, বাদীনির মামা শ্বশুর আব্দুল আলিম (২৮), পিতা- মোঃ আফছার গাজী, সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা তাদের বাড়ীতে এসে জানায় বাদীনির স্বামী ফরহাদকে ইং-২০/০৯/১৮ তারিখ সন্ধ্যা অনুমান-০৭.৩০ ঘটিকার সময় ফোন করলে সে ফোন ধরে কাতরাচ্ছে। তার মনে হয় বড় কোন বিপদ হয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বাদীনি তার নানী শ্বাশড়ী ফতেমা খাতুন (৭০), স্বামী- মৃত. আকরম সরদার, বড় মামা শ্বশুর মোঃ আব্বাস সরদার (৫০), পিতা- মৃত. আকরম সরদার, উভয় সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আশ পাশের আরো লোকজন নিয়ে তার স্বামীকে খুজতে খুজতে রজিবুল সরদার এর পুকুর ধারে বাশ বাগানে সন্ধ্যা ৮ টার দিকে পৌছে দেখে তার স্বামী উক্ত ঘটনাস্থলে পড়ে আছে। তখন তার স্বামীর মূখে কাদা, বাশের পাতা গুজে দিয়ে গেঞ্জি দিয়ে মূখ বাধা। তাৎক্ষনিক তাকে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে স্বামীর সাথে থাকা তার কন্যা সন্তানকে খোজাখুজি করে কোথাও না পেয়ে তারা বাড়ি চলে আসে। পরেরদিন ২১/০৯/১৮ তারিখ সকাল সাড়ে ৬ টার দিকে একই গ্রামে মোছাঃ নিহার (১৯), স্বামী- মোঃ বাবু সরদার, সাং- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা উক্ত পুকুরে গোসল করতে গেলে শিশু কন্যা তমার লাশ ভাসতে দেখে। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালে ফারিয়া সুলতানা তমার লাশ পুলিশ পুষ্পকাটি গ্রামের ঐ পুকুর থেকে উদ্ধার করে।
পুষ্পকাটিতে শিশু হত্যার ঘটনায় থানায় মামলা
পূর্ববর্তী পোস্ট