বিনোদনের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বালাদেশ শিশু একাডেমি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের মধ্যেকার ছবি আঁকার আর্টক্যাম্প এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বরাবর শিশুকিশোরদের চিঠি লেখা।
হাসুমণি পাঠশালার সঙ্গে যৌথভাবে আর্টক্যাম্প আয়োজন করছে শিশু একাডেমি। আজ (সোমবার) শিশু একাডেমির পরিচালক ও শিশু সাহিত্যিক আনজির লিটন এ তথ্য জানান।
লিটন জানান, ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঢাকায় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘আর্টক্যাম্প’। এতে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ থেকে দশম শ্রেণির শিশুকিশোরা অংশ নিয়ে ছবি আঁকবেন। ছবি আঁকার বিষয় থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আঁকা এবং মুক্তিযুদ্ধের ছবি আঁকা। তিনি জানান, শিশুদের আঁকা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে একাডেমির পক্ষ থেকে।
ছবি আঁকার আর্টক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এতে শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপস্থিত থাকবেন।
এ ছাড়া শিশু একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিশুকিশোরদের চিঠি লেখা। ঢাকাসহ সারাদেশের ৪র্থ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার সুযোগ পাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চিঠি ঢাকার শিশু একাডেমিতে পাঠাতে বলা হয়েছে। শিশুদের লেখা এই চিঠি থেকে বাছাই করে ৭১টি চিঠি নিয়ে শিশু একাডেমি প্রকাশ করবে ‘প্রধানমন্ত্রীকে লেখা চিঠির ঝাঁপি’ শীর্ষক একটি পুস্তক । চিঠি ‘পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা–১০০০ বাংলাদেশ’ এই ঠিকানায় পাঠাতে হবে।
প্রধানমন্ত্রীকে চিঠি লেখার জন্য শিশুকিশোরদের আহবান জানিয়ে শিশু একাডেমি থেকে বলা হয়েছে ‘তোমাদের ভাল থাকার রঙিন দিনগুলোর কথা জানিয়ে চিঠি লেখো প্রধানমন্ত্রীর কাছে এবং জানাও তোমার অনুভূতির কথা ’।
প্রধানমন্ত্রীর জন্মদিনে থাকছে আর্টক্যাম্প
পূর্ববর্তী পোস্ট