খেলার খবর: এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোরের ম্যাচে বুধবার পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ফলে ৩৭ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। তবে এই জয় পেতে নতুন কৌশল অবলম্বন করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। আর তার ওই কৌশলেই বিধ্বস্ত হয় পাকিস্তান শিবির।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, আমরা কিছু পরিবর্তন এনেছিলাম। সাধাণত আমি নিজেই বোলিং উদ্বোধন করি। কিন্তু এ দিন আমরা শুরু করি মিরাজকে দিয়ে। তাতেই ফল পাওয়া যায় হাতে হাতে। বোলাররা খুব ভালো কাজ করেছে।
পাশাপাশি মুশফিক ও মিঠুনকে কৃতিত্ব দিতেও ভুলেননি তিনি। দলের বিপর্যয়কর মুহূর্তে তারাই হাল ধরে দলকে লড়াই করার মতো অবস্থানে এনে দিয়েছিলেন।
মাশরাফি বলেন, মুশফিক আর মিঠুন ভালো ব্যাট করেছে। আমরা আমাদের ফিল্ডিং নিয়েও গর্বিত। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি।তিনি আরও বলেন, আমরা আশা করছি যে খেলোয়াড়রা ভালো ফিল্ডিং করার গুরুত্ব বুঝতে পারবে।
যে কৌশলে পাকিস্তানকে হারাল টাইগাররা
পূর্ববর্তী পোস্ট