পলাশ দেবনাথ নূরনগর থেকে : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন কতৃক কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ মোড়লের ৫ম শ্রেণি পড়ুয়া পুত্র মোঃ তারিকুল ইসলাম (১১) এর সাথে জোর পূর্বক সমকামিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ তারিকুল ইসলাম পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। থানা অভিযোগ সূত্রে জানাগেছে, স্কুলে আসার পথে তরিকুলের সাথে ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের দেখা হলে সে বিভিন্ন ভাবে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর এক পর্যায়ে একটি রুমে নিয়ে রুমের দরজা বন্ধ করলে, তারিকুল চলে আসার জন্য কাকুতি মিনতি করতে থাকে। এসময় ইউপি সদস্য তাকে উলঙ্গ করে এবং সমকামিতার জন্য বললে সে ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। লম্পট ইউপি সদস্য জোর পূর্বক সমকামিতা করে বলে জানায় ভুক্তভোগী ছেলেটা। এক পর্যায়ে তারিকুল চিৎকার করার কারনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সে। এবিষয়ে পীরগাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা পারভীনের সাথে কথা বললে তিনি বলেন, তারিকুল আজ দেরিতে স্কুলে আসে, এবং এ্যাসেম্বিলির পর সে বাড়িতে চলে যায়। তবে আজ তার মন খারাপ ছিল এটা আমি দেখেছি। সবশেষে বিষয়টি জানার জন্য ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সাথে তরিকুলের এমন কোন ঘটনাই ঘটেনি এবং আজ তার সাথে আমার দেখা হয়নি। অন্যদিকে ভিকটিম তরিকুল সাংবাদিকদের কাছে ভিডিও ধারনকৃত সাক্ষাতে তার উপর অমানবিক কার্যকলাপের বর্ণনা দেয়। এলাবাসির ভাষ্যমতে প্রকৃত পক্ষে দুঃচরিত্র লম্পট ইউপি সদস্য এর আগেও সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করার অভিযোগ আছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন ও ইউপি সদস্য সেলিম আহমেদ ভিকটিমের পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার ও কালিগঞ্জ থানা পুলিশের কাছে জানানোর জন্য পরামর্শ দিয়েছে বলে জানাগেছে। এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ভিকটিমের পরিবার থানায় এসেছিল এবং ইউপি সদস্য মাসুম বিল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়ে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
রতনপুরে ছাত্রের সাথে জোর পূর্বক সমকামিতার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট