আব্দুল আলিম শ্যামনগর
সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত শ্যামনগর উপজেলা। বাংলাদেশের দক্ষিনে পশ্চিমে অবস্থিত এই উপজেলাটি অত্যান্ত সুন্দর। যার একপাশে সুন্দরবন ও আরেক বাংলাদেশ-ইন্ডিয়ার সিমানা। আর শ্যামনগর এর প্রানকেন্দ্রে অবস্থিত এই উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্যামনগর কেন্দ্রিয় আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার পূর্ব পাশে নির্মিত ভবনটি এখন হয়ে উঠেছে ঝুকিপূর্ন। যে কোনো সময় এটি ভেঙ্গে পড়তে পারে। সরজমিনে গিয়ে দেখা যায় ভবনটির চারিপাশের পিলারে ফাটল ধরে রড বেরিয়ে গেছে এবং এএর কিছু অংশ ভেঙ্গে পড়েছে। এছাড়া মাদ্রাসাটির অন্যান্য ভবন গুলার অবস্থা ও খারাপ। সঠিক রক্ষনাবেক্ষন এর অভাবে সেগুলোও নষ্ট হওয়ার পথে । প্রায় জায়গায় ফাটল ধরেছে এবং ক্লাশ রুমের দরজা জানালা গুলো খুলে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এ বিষয়ে মাদ্রাসাটির হেড মাস্টার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব, আনসার আলির সাথে কথা বলে জানা যায়, ২০০২ সালের দিকে ভবনটি নির্মিত হয় এবং এটি আরো ২ বছর আগে ব্যাবহারের অনুপযোগি হয়ে পড়ে। তিনি বলেন আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তাকে অবহিত করেছি এখন এটা তাদের হাতে এবং আমাদের ফন্ডে যতেষ্ঠপরিমান টাকা না থাকা অন্যান্য ভবন গুলি সংস্কার করা সম্ভাব হচ্ছে না । এ বিষয়ে তিনি সাতক্ষিরা-৪ আসন তথা শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)এর সংসদ সদস্য জনাব এস,এম জগলুল হায়দার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন।
উল্লেখ থাকে যে মাদ্রাসাটি শ্যামনগর এর প্রানকেন্দ্রে অবস্থিত হওয়াতে এটি মাদ্রাসা বোর্ড এর জেডিসি, দাখিল,আলিম,ফাজিল পরিক্ষার কেন্দ্র হিসাবে ব্যাবহারিত হয়। এবং শ্যামনগরের বিভিন্ন মাদ্রাসা থেকে জেডিসি, দাখিল, আলিম,ফাজিল পরিক্ষার কয়েক হাজার পরিক্ষার্থি পরিক্ষা দিয়ে থাকে প্রতি বছর। এজন্য প্রতিষ্ঠানটির আশু সংস্কার দাবি করে সাতক্ষীরা-৪ আসন তথা শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)এর মাননীয় সংসদ সদস্য জনাব এস,এম জগলুল হায়দার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন এলাকবাসি।