খেলার খবর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চুতুর্থ আসরের দল বরিশাল বুলসের সঙ্গে মতবিরোধ হওয়ায় পঞ্চম আসর দিয়ে আবার নিজ বিভাগ রাজশাহীতে ফিরেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সেই দলের জার্সি গায়ে আসন্ন ষষ্ঠ আসরে তাকে দেখা যাবে না।
কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেয়া নিয়মানুযায়ী আসন্ন আসরের জন্য যে চার রিটেইনি ক্রিকেটারদের তালিকাটি রাজশাহী কিংস বিসিবিতে জমা দিয়েছে সেখানে তার নাম নেই।
যাদের নাম আছে তারা হলেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক ও জাকির হাসান।
মূলত মুশফিককে ছেড়ে দেয়া হয়েছে আইকন ক্রিকেটারের আধিক্যের কারণে। যেহেতু দলটি মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে রাখতে চাইছে।
মঙ্গলবার (২ অক্টোবর) রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক সংবাদ মাধ্যমকে তেমনটিই জানালেন, ‘আইকন রাখা যাবে একজন। আমাদের দলে দু‘জন আইকন ছিলেন। দলের পরিকল্পনা, কৌশল, কম্বিনেশনের কারণেই আসলে মুশফিককে ছেড়ে দিতে হয়েছে। আমরা জাকিরকে রিটেইন করেছি। যে সময়ে খেলা ওই সময় লোকাল একজন ফাস্ট বোলার দরকার। এক্ষেত্রে মোস্তাফিজ অবশ্যই সেরা। মৌসুমটা চিন্তা করেই এটা করা হয়েছে। আর কোনো কারণ নাই।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।
এবার রাজশাহী কিংসে থাকছে না মুশফিক
পূর্ববর্তী পোস্ট