বিদেশের খবর: গত শুক্রবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭-এ দাঁড়িয়েছে। এর আগের খবরে নিহতের সংখ্যা ৮৪৪ বলে উল্লেখ করা হয়েছিল। দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসিতে শক্তিশালী এ সুনামি আঘাত হানে।
জানা গেছে, সুনামির কারণে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। একইসাথে ধ্বংস হয়েছে হাসপাতাল, হোটেল ও শপিং সেন্টার। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, পালু শহরের একটি প্রধান সেতু ভেঙে পড়েছে। প্রধান সড়ক কাদামাটিতে ভরে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতে সুনামিতে হতাহতদের ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র: বিবিসি
ইন্দোনেশিয়ায় সুনামি; মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭
পূর্ববর্তী পোস্ট