বিদেশের খবর: কলকাতায় একটি বহুতল ভবনের সামনে একটি গুদামে বোমা বিস্ফোরণে শিশুসহ এক মা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরের কাছে নাগেরবাজারে যশোর রোডের ওপর একটি মিষ্টির দোকানের পাশে গুদামে এ বিস্ফোরণ হয়।
কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এ ঘটনার পেছনে রয়েছে বিজেপি এবং আরএসএসএর হাত। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন কয়েকজন। ভেঙে যায় ওই গুদামের শাটার। পাঁচতলা বাড়ির নিচে মিষ্টির দোকান, ফ্ল্যাটগুলোর ভেতরের কাচের জিনিসপত্রও ভেঙে যায়। নিহত শিশুর নাম বিভাস ঘোষ (৪) ও তার মায়ের নাম সীতা ঘোষ।
সিআইডি সূত্র জানায়, বিস্ফোরণের তীব্রতা থেকে অনুমান, বোমায় স্প্লিন্টারের চেয়ে বিস্ফোরক বেশি ছিল। তাই হতাহতের সংখ্যা কম। কোথা থেকে এ বোমা এল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
কলকাতায় বোমা বিস্ফোরণে শিশুসহ মা নিহত, আহত ১১
পূর্ববর্তী পোস্ট