নিজস্ব প্রতিবেদক: শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় শিক্ষক, বিশিষ্ঠ শিক্ষা অনুরাগী, সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার মাস্টার। গত বুধবার রাতে তিনি নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে সেখানে ছুটে যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগ নেতা সাগর প্রমুখ। বৃহস্পতিবার বাদ যোহর তার নামাজে যানাজায় মানুষের ঢল নামে। যানাযা নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তারা বলেন, আফসার মাস্টার ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি সব সময় ঝামেলা এড়িয়ে চলতেন। কখনো কোন জটিলতার সাথে জাড়াতেন না। মানুষ গড়া ছিলো কাজ। এর বাইরে তিনি কিছুই ভাবতেন না। তিনি মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাঅবস্থায় অবসর গ্রহণ করেন। তার মত একজন আদর্শবান মানুষকে হারিয়ে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সাবেক চেয়াম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, মরহুম আফসার মাস্টারের কৃতি ছাত্র ও সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সী প্রমুখ। যানাজা নামাজে ইমামতি করেন, মরহুমের ছোট ভাই হাফেজ শামসুল হুদা। যানাজা নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
পূর্ববর্তী পোস্ট