আশাশুনি ব্যুরো: প্রধান অতিথি তার ভাষণে বলেন, ছাত্রছাত্রীদের বিদ্যুৎ সাশ্রয়ী ও সচেতন করে গড়ে তুলতে, বিকল্প জ্বালানী, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাসসহ অন্যান্য উৎস থেকে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করতে স্কাউটস বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের লক্ষ্য। সুস্থ শরীর, সুন্দর মন, সুশৃংখল জীবন ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস একটি গৌরান্বিত সংগঠন। আশাশুনিতে ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প- ২০১৬ এর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলতে গত ২০ ডিসেম্বর ক্যাম্প শুরু হয় এবং উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা শুভ উদ্বোধন করেন। উপজেলার ১২ টি হাই স্কুল ও ১২ টি মাদরাসার ৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। আশাশুনি মাদরাসার সুপার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স লিডার হাফিজুর রহমান, জেলা স্কাউটস এর সহ-সভাপতি আঃ মান্নান, শিক্ষক নীলকোমল মন্ডল ও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা উপস্থিত ছিলেন। ক্যাম্পে কোয়াটার মাষ্টারের দায়িত্বে ছিলেন বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাজ উদ্দিন।
পূর্ববর্তী পোস্ট