হাসানুজ্জামান: সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে নামে রাস্তার নামকরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পলাশপোল ৯ নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড়ে রোজ কিন্টার গার্ডেনের সামনে রাস্তা নামকরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা মোশাররফ হোসেন (মশু)। সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক-উল দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা আবু বকর সিদ্দিকী, সদর উপজেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা মোঃ হাসানুর ইসলাম, অতিরিক্ত পিপি জেলা জর্জ কোট এড. প্রশান্ত কুমার সরকার মহিলা কমিশনার ফারহা দিবা খান সাথী, এ সময় উপস্থিত ছিলেন স্বর্গীয় দিলীপ কুমার দে (বীর মুক্তিযোদ্ধা) এর ছেলে বিপ্লব কুমার দে স্বর্গীয় দিলীপ কুমার দে (বীর মুক্তিযোদ্ধা) এর ভাই স্বপন দে, শ্যামল দে, সুকুমার দে, সঞ্চালক ছিলেন অরুণ কান্তিসানা। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন সাতক্ষীরা পৌরসভার সব কয়টি সড়ক বা রাস্তা সব মুক্তিযোদ্ধার নামে করা হবে। তিনি আর ও বলেন বীর মুক্তিযোদ্ধার দিলীপ কুমার দে এর নামে যে রাস্তা নাম করণ করা হয়েছে এ রাস্তায় যদি একটি পাথর ও উঠে যায় তাহলে পৌর কাউন্সিলর তার নিজ দায়িত্বে করে দেবেন। সাতক্ষীরা পৌরসভার পলাশপোল ৯ নং ওয়ার্ডে চৌরঙ্গী মোড় থেকে কাটিয়া ব্রিজ পর্যন্ত রাস্তাটির নাম করণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট