নিজস্ব প্রতিবেদক ॥ ‘বাঙালী জাতীয়বাদ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য বঙ্গবন্ধুর আদর্শ অনুসরনের বিকল্প নেই। ‘জাগ্রত সাতক্ষীরা’ সাংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একাজটি সুচারু রুপে সম্পন্ন করছে।”
গতকাল ৩০ আগস্ট মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা শিশু একাডেমি মিলনায়তনে ‘জাগ্রত সাতক্ষীরা’ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এসব কথা বলেন।
নাসরিন সুলতানা বীথি এর উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি সায়েম ফেরদৌস মিতুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শোক দিবস বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ- কমিটির সহ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা আ.হ.ম তারেক উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু এবং সংগঠনের সহ-সভাপতি স.ম তুহিন।
এছাড়াও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, পৌর আওয়ামীলীগের আবু সাঈদ, সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল হীরক, রাশিদুজ্জামান রাশি, আবৃত্তি প্রতিযোগিতার বিচারক মোঃ রমজান আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার ৮ গ্র“পের অংশগ্রহণকারীদের ভেতর থেকে ৪১জনকে বিজয়ী সনদ ও পুরস্কার প্রদান করেন। এছাড়াও প্রতিযোগিতার বিচারকসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ‘জাগ্রত সাতক্ষীরা’ এর পক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি উপহার প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট