আলিপুর প্রতিনিধি॥ ন্যায্য মূল্যে বীজ পাওয়ার দাবীতে সাতক্ষীরার সবজী বীজ ডিলার সাতক্ষীরা সীড হাউজের বিরুদ্ধে সদর উপজেলার মাহমুদপুর বাজারে আলীপুর ও ঘোনা ইউনিয়নের সকল সবজী চাষীরা স্থানীয় কৃষকনেতা জাহিদুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকাল ৪টায় এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি কৃষকনেতা অধ্যাপক আনিছুর রহিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা খামারবাড়ী কর্মকর্তা মাহফুজুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হায়দার আলী তোতা, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিয়ুর রহমান ময়ুর ডাক্তার, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, ইউনিয়ন কৃষি কর্মকর্তা শওকত হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৪ আগস্ট সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় নায্যমূল্যে বীজ পাওয়ার দাবি সংক্রান্ত সংবাদ প্রকাশে জেলা প্রশাসনের টনক নড়ে। যার প্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে সবজি বীজের ডিলারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নিয়ে বিক্ষোভরত কৃষকদের নিকট উপস্থিত হন এবং তাদের সকল দাবি দাওয়া শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবজি বীজ ডিলার সাতক্ষীরা সীড হাউজের সত্বাধিকারী মুকুলার রহমান সবজি চাষীদের প্রশ্নের মুখে জাপানের সাকাতা কোম্পানির কুইক স্টার সবজি বীজ (ওল কপি) এর দাম ৪০০ টাকা হতে কমিয়ে ২৫৫ টাকায় বিক্রির ঘোষনা দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার।
পূর্ববর্তী পোস্ট